শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ব্যারিস্টার এম. লিয়াকত আলীকে সংবর্ধনা
বার্তা সিলেট ডেস্ক : আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ব্যারিস্টার এম. লিয়াকত আলীকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঁঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) শিহাবুর রহমান। সহকারী প্রভাষক আবু বক্করের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, প্রভাষক মোজাহিদুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মো. নজরুল ইসলাম,শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,আজাদ বখত স্কুল অ্যান্ড কলেজ কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদ,বিএনপি নেতা মো. আলম, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার,লিয়াকত আলী ফাউন্ডেশনের সমন্বয়ক আব্দুল আজিজ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সম্মাননা স্মারক তুলে দেন। সংবর্ধিত ব্যারিস্টার এম. লিয়াকত আলী বলেন, এই প্রতিষ্টান আমাদের গর্বের প্রতীক। শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, এই বিদ্যালয়ের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। এখান থেকেই আমি জীবন ও সমাজের মূল্যবোধ শিখেছি।বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকতে চাই।সংবর্ধনা শেষে লিয়াকত আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার বিতরণ করা হয়।এসময় তিনি বলেন, প্রযুক্তি শিক্ষাকে এগিয়ে নিতে তিনি বলেন,ডিজিটাল দেশ গড়ার বিকল্প নেই। অনুষ্ঠানে বক্তারা সমাজসেবামূলক কাজ ছড়িয়ে দেয়ার জন্য লিয়াকত ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানান। ওদিকে, ফাউনন্ডেশনের পক্ষ থেকে উপজেলার মুকিমপুর আলিম মাদ্রাসায় একটি কম্পিউটার, মাঠ ভরাট ও মসজিদের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও বাগারাই নুরে মদিনা মাদ্রাসার ছাত্রদের দুপুরের খাবার ও একটি আলমারি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী, মুকিমপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও আমিরুল ইসলাম সাহেদ, বিএনপি নেতা মো. আলম, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আইটি ল্যাব সলিউশন্স লি.