ছবি সংগ্রীহিত
সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। শাকিল আহমদ গত এক সপ্তাহ আগে বিয়ে করেছিলেন। এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। শাকিল আহমদ স্থানীয় দনা পাত্তিছড়া গ্রামের রহিম উদ্দিনের পুত্র। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়সূত্র জানায়, শাকিল আহমদসহ ৩ যুবক রবিবার দুপুরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে ঢুকে।
তারা সুপারি আনতে সেখানে গিয়েছিল। এসময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে শাকিল গুলিবিদ্ধ হন। সঙ্গীরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশের পর সেদেশে গুলিবিদ্ধ হয়ে শাকিলের মৃত্যু হয়েছে।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানান, ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.