কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া
বার্তা সিলেট ডেস্ক : কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সাধারন ভোটার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে এক ফেসবুক বার্তা দিয়েছেন। মঙ্গলবার সন্ধায় ফেসবুক বার্তায় তিনি বলেন, নবীগঞ্জ-বাহুবলের সর্বস্তরের সাধারণ জনগণ এবং জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোমবার দলীয় মনোনয়ন আমি বঞ্চিত হওয়ায় খুবই দুঃখ ও কষ্ট পেয়ে হতাশ হয়েছেন। ওইদিন সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেন। মহাসচিবের ঘোষণায় আমাদের হতাশার কিছু নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ সঠিক সিদ্ধান্তের মাধ্যমে হবিগঞ্জ-১ আসন স্থগিত রেখে সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। ফেসবুক তিনি বলেন, আমি আশাবাদী জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জনগণের খেদমতদার হিসেবে আমাকে নবীগঞ্জ-বাহুবলবাসীর সেবা করার সুযোগ দিবেন। আমার শেষ বয়সে পাবার বা হারাবার কিছু নাই। শুধু এইটুকুই চাই আল্লাহ যেন আপনাদের সেবা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবলের সর্বস্তরের সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের বিনীত অনুরোধ করে তিনি বলেন,গতকাল সন্ধ্যার পর থেকে পুরো নির্বাচনী এলাকার সাধারণ মানুষ,দলীয় সাধারণ নেতাকর্মীদের মধ্যে যে হতাশা দেখেছি সেটা কোন ভাবেই কাম্য নয়। আমি আলহাজ্ব শেখ সুজাত আপনাদের সন্তান ,ভাই হিসেবে ছিলাম, আছি এবং থাকবো। মনে রাখবেন, আমরা জীবনভর সংগ্রামের মধ্য দিয়ে সকলকে সাথে নিয়ে এই অঞ্চলে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠা করেছি। আমি দলকে ভালবাসি এবং বিগত ১৭ বছরে সীমাহীন নির্যাতনের মধ্যেও আমরা আপোষ করিনি। আওয়ামীলীগ আমলেও আপনারা আমাকে বিজয়ী করেছিলেন, আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ ও চিরঋণী থাকবো। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের জীবনটাই সংগ্রামের। জীবনের কোন ক্ষেত্রেই সংগ্রামের বিকল্প নাই। আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে বিজয় এনে দিতে আমাদের আরও বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। আমি শেখ সুজাত আপনাদের মাঝে ছিলাম, আছি এবং থাকবো।
আইটি ল্যাব সলিউশন্স লি.