প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ০১:৫৪ (শনিবার)
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে আ’গুন

 

বার্তা সিলেট ডেস্ক :  সিলেটে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার দিবাগত রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় একদল দুর্বৃত্ত। আগুন দেয়ার ঘটনায় আজ রবিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশকে। একই সাথে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিসহ যানবাহনে তল্লাশি চালাচ্ছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়,দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী ও সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ জানান,শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণের পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।