জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বার্তা সিলেট ডেস্ক : পলাতক সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র কেরে বর্তমান পরিস্থিতিতে ধৈর্য,সতর্কতা ও জাতীয় ঐক্য বজায় রাখতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক উত্তাপ,সামাজিক অস্থিরতা ও দীর্ঘ অনিশ্চয়তার প্রেক্ষাপটে ন্যায়বিচার,সত্য এবং জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া জরুরি। তিনি আরও বলেন,কোনো দেশ তখনই অগ্রসর হয়,যখন সেখানে বৈধতা,ন্যায়,স্বচ্ছতা ও জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তিনির্ভর নয়,নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন,আমাদের সংগ্রাম কারও বিরুদ্ধে নয়,আমাদের সংগ্রাম ন্যায়,অধিকার,গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। এমন একটি বাংলাদেশ গড়তে হবে,যেখানে নাগরিকরা নিরাপদে মত প্রকাশ করতে পারবেন,যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন আসবে। পোস্টের শেষে তিনি দেশবাসীকে ধৈর্য,সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শান্তি,ন্যায় ও জাতীয় পুনর্গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি সত্য ও ন্যায়ের জন্য প্রার্থনা করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.