সিলেটের কানাইঘাট সীমান্ত প্রায় দেড়কোটি টাকা সমপরিমানের ভারতীয় পণ্য আটক
সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট সীমান্ত প্রায় দেড়কোটি টাকা সমপরিমানের ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এসময় ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ মালামালসহ একটি ট্রাকও আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়,মালিকবিহীন অবস্থায় এসব পন্য উদ্ধারকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে ৯টার দিকে ধানের তুষ ভর্তি একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সিগন্যাল দিলে চালক তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে টহল দল সেটিকে ধাওয়া দিয়ে সকাল ১০টার দিকে কানাইঘাট–সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়। বিজিবি জানায়, ট্রাকটির ভেতরে তল্লাশী চালিয়ে ধানের তুষের বস্তার নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া এসময় ৫ হাজার ৩৬৫ কেজি জিরা উদ্ধার করা হয়। জিরা ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আইটি ল্যাব সলিউশন্স লি.