প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ০৮:৪৭ (শনিবার)
নবীগঞ্জের বরচড়ে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

এলাকাবাসীর উদ্যোগে নির্মিত সড়ক

 

বার্তা সিলেট ডেস্ক : নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের রাস্তাটি সংস্কারের জন্য সরকারের পর সরকারের কাছে আকুতি আবদার করে আসছিলেন ভুক্তভোগী এলাকাবাসী শুধু আশ্বাসের বাণীই শুনে আসছিলেন। গত মে মাসে শাহ জাহেদ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করেন। আবেদনে বলা হয়,বড়চর পূর্বপাড়া কাদির মিয়ার বাড়ী থেকে আছিয়া বেগমের বাড়ী পর্যন্ত ২’শ মিটার রাস্তায় ব্রীক সলিং করার দাবী জানানো হয়। এই দুইশ মিটার রাস্তায় ব্রীক সলিং করা হলে বড়চর এলাকার হাওরবাওরের ফসলাদি এবং জনচলাচলের সুবিধা হবে। স্থানটি কিছুটা ঢালু থাকায় বর্ষা মৌসুমে পানিতে ডুবে যায়।ফলে চরম দূর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। এ ব্যাপারে বহুবার জনপ্রতিনিধি সহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও কোন সুফল মেলেনি। গত মে মাসের প্রথম সপ্তাহে পানিউমদা ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ জাহেদ আলী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবারো ২’শ মিটার রাস্তায় ব্রীক সলিং এর আবেদন করেন। কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি। সরকার ও জনপ্রতিনিধি থেকে বার বার প্রত্যাখিত হয়ে এলাকাবাসী একাট্রা হন যে, আর কারো কাছে আবেদন-নিবেদন নয়। নিজেরাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২’শ মিটার রাস্তা নিজেরাই করে নেবেন। যেমন ভাবনা তেমন কাজ কাজ। কাদির মিয়ার বাড়ী থেকে আরিচা বেগমের বাড়ী পর্যন্ত রাস্তাটি নিজেরাই করে নিয়ে এলাকায় একটি উদাহরন সৃষ্টি করেছেন। রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর মাঝেও স্বস্থি বিরাজ করছে।