ড. রেজা কিবরিয়া
ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। নোটিশে তাকে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না—তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) তাকে এ নোটিশ দেয়া হয়। এখবর নিশ্চিত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই শোকজ দেয়া হয়েছে। আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য নোটিশে বলা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে মর্মে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য,গত ৩ জানুয়ারি থেকে ড. রেজা কিবরিয়া নির্বাচনী এলাকায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন এলাকায় দোয়া ও স্বরন সভায় অংশ গ্রহণ ছাড়া নির্বাচনী গণসংযোগ থেকে বিরত রয়েছেন। গত রবিবার মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় ১০ গ্রামের উদ্যোগে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন। তার সাথে নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত প্রার্থীও অংশ গ্রহন করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.