হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত এবং উভয়পক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় গুরুতর আহত হিরাজ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। নিহত হিরাজ মিয়া ওই গ্রামের হয়রত আলীর পুত্র। শুক্রবার দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের হাওর এলাকায় এ ঘটনা ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক এখবর নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর গ্রামের মোখলেছ মিয়ার সঙ্গে কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়ার মধ্যে জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে হাওরে জমি সংক্রান্ত বাগবিতণ্ডার জের হিসেবে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন হিরাজ মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত মোখলেছ মিয়া,কামাল মিয়া, রেজাউল, আকতার মিয়া,রকিব মিয়া,ফয়জুল,জুবায়েদ,মহিউদ্দিন,হারুন,সোয়াব মিয়া, জিসান মিয়া,ধলাই মিয়া ও নুর ইসলামকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া তারেক মিয়া,শিফা আক্তার, কাশেম মিয়া ও খাদিজা বেগমকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.