প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬ ১১:৩৮ (রবিবার)
সুনামগঞ্জের দিরাই মোবইল নিয়ে বিরোধ : বি’ষপানে যুবকের মৃ*ত্যুর অভিযোগ

ছবি সংগ্রীহিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে অপমাণিত যুবক বিষপানে জয় মহাপাত্র (১৯) বিষপানে  মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার ভাঙাডহর গ্রামের লিটন মহাপাত্রের পুত্র।

নিহতের পারিবারিক সূত্র জানায়, জয় বোরহানপুর গ্রামের মদরিস মিয়ার পুত্র ও মুদি দোকানদার আমিরুল ইসলামের নিকট থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় একটি মোবাইল ফোন ক্রয় করে। চুক্তি অনুযায়ী নগদ দুই হাজার টাকা পরিশোধ করে এবং বাকি টাকা প্রতি সপ্তাহে ৫০০ টাকা করে দেয়ার কথা ছিল। নিয়মিত কিস্তি পরিশোধ করলেও শেষ কিস্তির ৫০০ টাকা দিতে কিছুটা বিলম্ব হয়।

এনিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরুল ইসলামের দোকানে গেলে জয় তাকে মারধর করা হয় এবং ব্যবহৃত মোবাইলটি কেড়ে নেয়। পরে জয় ওই দোকান থেকেই ইঁদুর মারার বিষ কিনে বাড়ি ফিরে যায়।

রাত সাড়ে সাতটার দিকে জয় বিষপান করলে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার বলেন, রোগীর অবস্থা তখনই সংকটাপন্ন ছিল। তাই দ্রুত সিলেটে রেফার করা হয়।”

ওদিকে,অভিযোগ অস্বীকার করে দোকানদার আমিরুল ইসলাম বলেন,জয়ের কাছে তার মোবাইল বাবদ দুই হাজার ৫০০ টাকা এবং ফ্লেক্সিলোডের ৩০০ টাকা পাওনা ছিল। টাকা দিতে না পারায় তিনি শুধু মোবাইলটি ফেরত দিতে বলেছিলেন। ইঁদুর মারার বিষ দেয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি। আমিরুলের ভাষ্য অনুযায়ী,জয় বিষ চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান এবং পরে জয় দিরাই চলে যান।

অন্যদিকে নিহতের মা শেলী মহাপাত্র অভিযোগ করে বলেন, সকালে টাকা চাইলে না পেয়ে দোকানদার তার ছেলের মোবাইল রেখে দেয়। পরে সিম কার্ড আনতে গেলে সন্ধ্যায় আসতে বলা হয়। সন্ধ্যায় গেলে তার ছেলেকে চর-থাপ্পড় মারা হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।