শিক্ষা

নবীগঞ্জে প্রশাসন এর উদ্যোগে আত্মহত্যা ও দাঙ্গা নিরুৎসাহিত করণে সভা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ ২১:২১

বার্তা সিলেট ডেস্ক : নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল পৌর এলাকার তিমিরপুরে অবস্থিত দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আত্মহত্যাকে নিরুৎসাহিতকরণ এবং দাঙ্গা প্রতিরোধ নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি কর্মকর্তা  মোঃ রুহুল আমিন। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো: কামরুজ্জামান। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান।   সভায় আত্মহত্যাকে নিরুৎসাহিত করা এবং দাঙ্গা প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকার উপর আলোকপাত করা হয়। সভার শেষে উপস্থিত শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন যে, তারা নিজেরা কখনো আত্মহত্যার পথ বেঁচে নিবে না এবং অন্যদেরও পথ বেঁচে নিতে নিরুৎসাহিত করবে। এছাড়াও দাঙ্গার বিরুদ্ধে পারিবারিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারা  

শিক্ষা থেকে আরো পড়ুন