নবীগঞ্জের আলোকিত ব্যাক্তিত্ব গীতিকার জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা।
যুক্তরাষ্ট্র সফরকালে গীতিকার জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা
ষ্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্র সফরকালে নবীগঞ্জের আলোকিত ব্যাক্তিত্ব গীতিকার জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া হয়েছে। ১২ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কস্থ স্টার্লিং এভিনিউ এর নিরব রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্রস্থ নবীগঞ্জবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার আবুল কালাম আজাদ। এমরান আহমেদ টিপু ও সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ড নাইন এর চেয়ারম্যান মাস্টার অব ল খ্যাত এন মজুমদার, বস্কস এসোসিয়েশন এর সভাপতি এম ইসলাম মামুন, হীরা মিয়া গার্লস স্কুলের সাবেক শিক্ষক জ্ঞান রন্জন দাস। অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত জাহাঙ্গীর রানাকে ফুল দিয়ে বরন করা হয়। পরে নবীগঞ্জের মরহুম কবি ইলিয়াস আলী, তাজুল ইসলাম ও কুতুব আফতাবের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশিষ্ট মুরুব্বি হাসান আলী,খসরু আহমেদ, মূলধারার রাজনীতিবিদ কমিউনিটি লিডার শেখ জামাল হোসেন, ইমরান শাহ রন, সাবেক ইউপি সদস্য মর্তুজ আলী,বিশ্বমনি সরকার,কবি আবু তাহের চৌধুরী,এস্টরিয়া ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন আহমেদ,কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী,গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান,সাব্বির আহমদে চৌধুরী, শেখ আক্তার হোসেন নানু, আক্তার হোসেন অলক,গোলাম মোহিত, মাহবুব চৌধুরী, আব্দুল হাকিম, এমদাদ রহমান তরফদার, বিকাশ চন্দ্র দাস, সোহেল আহমদ, ফরিদ আহমদ, প্রফেসর আঃ করিম, সুজিত কুমার দাস,মইনুল ইসলাম, তাহমিদ আহমেদ, জিল্লুর রহমান, গৌছ আলী, আনসার আলী, বাচ্চু মিয়া, এম এ আলিম তালুকদার। অনুষ্ঠানের শেষে এস্টরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জাবেদ আহমদ ও কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী সংবর্ধিত জাহাঙ্গীর রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধিত জাহাঙ্গীর রানা প্রয়াত মাহবুবুর রব সাদী, মেজর সুরন্জন দাশসহ নবীগঞ্জের অনেক আলোচিত ব্যক্তিবর্গের জীবনী নিয়ে আলোচনা করেন। নবীগঞ্জ উপজেলার উন্নয়নে তাদের অবদানের কথা তুলে ধরেন।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
