সিলেট

জগন্নাথপুরে ১০ বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার

ভাঙনের কবলে সড়ক, দুর্ভোগে লাখো মানুষ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ ২৩:৩৮

সংগ্রহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারকাজ শুরু হওয়ার এক দশক পেরিয়ে গেলেও কাজের শেষ দেখা যায়নি। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে দুই কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হলেও আংশিক কাজ করে ঠিকাদার চলে যান। এরই মধ্যে সড়কের একটি অংশ কুশিয়ারা নদীর ভাঙনের কবলে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ।

 

এলজিইডি সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলা সদর থেকে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের সঙ্গে যুক্ত ১৫ কিলোমিটার দীর্ঘ শিবগঞ্জ-বেগমপুর সড়কের উন্নয়ন প্রকল্প ২০০৫ সালে ৩০ কোটি টাকা ব্যয়ে অনুমোদন হয়। ২০০৯ সালে কাজ শেষ হলে পাইলগাঁও, আশারকান্দি ও রানীগঞ্জ ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হয়। কিন্তু ২০১৪ সাল থেকে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

 

পরে ২০১৬ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও ঠিকাদার সামান্য কাজ করেই পালিয়ে যান। ২০২২ সালের ভয়াবহ বন্যায় সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়। এরপর এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, প্রতিবাদ সভা ও পরিবহন ধর্মঘট করলেও সংস্কার হয়নি।

 

সম্প্রতি কাতিয়া গ্রামের পূর্ব দিক থেকে ফেচিরবাজার পর্যন্ত অংশটি কুশিয়ারা নদীর ভাঙনের কবলে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে।

 

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজুমদ্দীন বলেন, “নদীভাঙন রোধে আমরা পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছি। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

জগন্নাথপুরের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, “ওই এলাকায় ৬০০ মিটারের নতুন প্রকল্প অনুমোদন হয়ে টেন্ডার সম্পন্ন হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, “ঠিকাদারদের অনিয়মে আমরা হতাশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি নতুনভাবে চার কোটি টাকা বরাদ্দের আবেদন পাঠানো হয়েছে।”

 

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় এ সড়কটি এখন ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। তারা দ্রুত সংস্কার ও স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

 

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

সিলেট থেকে আরো পড়ুন