ফাইল ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বজ্রপাতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বিপ্লব বিশ্বাস (৩৩) নামের এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। নিহত বিপ্লব রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন বিপ্লব বিশ্বাস। এ সময় হঠাৎ হালকা ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের কবলে পড়ে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পাঁচ দিন পর সোমবার রাতে বাগময়না এলাকায় কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
বার্তা সিলেট ডটকম / ইকবাল
সিলেট থেকে আরো পড়ুন
