ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ৩৭ ইউনিট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ ০৫:৫৩
কার্গো ভিলেজে রহস্যজনক আগুন
বার্তা সিলেট ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এঘটনাকে রহস্যজনক হিসেবে অভিহিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি ফায়ার ইউনিট কাজ করছে।
এদিকে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। তথ্য সূত্র : মানবজমিন
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
