ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ৭ জন সন্দ্বীপের; একজন রাউজানের। রোববার (১৯ অক্টোবর) মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছার পর শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।
সন্দ্বীপের ৭ জন হলেন- আমিন মাঝি, আরজু, রকি, সাহাব উদ্দিন, বাবলু, জুয়েল ও রনি। আলাউদ্দিন নামে নিহত এক প্রবাসীর মরদেহ রাউজানের বাড়িতে নেয়া হয়।
নিহতদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তারা পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এক বুক আশা নিয়ে ওমানে গিয়েছিলেন। কাজ করতেন মাছ ধরার বোটে।
এর আগে, শনিবার রাতে বিমানযোগে এই ৮ জনের মরদেহ পৌঁছায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সাগরে মাছ ধরা শেষে ওমানের মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদ্দার দিকে যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মারা যান তারা।
বার্তা সিলেট ডটকম / ইকবাল
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
