সিলেট

মাধবপুরে যুবলীগ নেতা ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশাররফ গ্রেফতার

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ ২১:৪৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মাধবপুর থানার এসআই সাহানুর ও নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর-মনতলা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

গ্রেফতার মোশাররফ হোসেন উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা জানান, গত ৪ আগস্ট ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মোশাররফ সরাসরি জড়িত ছিলেন। এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য তিনি গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সন্ত্রাসী গ্রুপ সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

 

জানা যায়, বহরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন বৈষম্যবিরোধী মামলায় আসামি হয়ে আত্মগোপনে যাওয়ার পর মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

 

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

সিলেট থেকে আরো পড়ুন