সিলেট

নবীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকির চৌধুরীর নেতৃত্বে বিশাল র‍্যালি ও পথসভা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ২০:২৬

নিজস্ব

ইকবাল হোসেন তালুকদার, স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়ে শহরের মধ্যবাজার, থানা পয়েন্ট হয়ে নতুন বাজার মোড়ে রাজা কমপ্লেক্সের সামনে পথসভায় মিলিত হয়।

র‍্যালি ও পথসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাকির চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদল নেতা ওয়ারিশ মিয়া ও সেজু মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতা শাহনুর চৌধুরী সোহান।

এছাড়াও উপস্থিত ছিলেন— মইনুল ইসলাম, যুবদল নেতা মিন্টু মিয়া, দেলোয়ার হোসেন, জিলু মিয়া, রিপন মিয়া, ওয়াজেদ, জাবেদ আহমেদ, মোহন লাল, রুহেল মিয়া, নাছিম বেগ, গিয়াস উদ্দিন, সুন্দর মিয়া, জুবায়ের, রাহুল, সালমান, সুবেল মিয়া, আশরাফুল, বাধন, স্বপন, সাইফুল, কাউছার, সুমন, ছামির, ইমদাদুল, সাঈদ, নিহাদ, জায়েদ, তারেক, আলেক, রাহেল, জুনাইদ, জুবাইদ।

পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, রবিউল ইসলাম, সেজু, হাসনাত, রুহেল, ওয়াজিদ, হারুন, নাসিম, পৌর যুবদল নেতা বাবলু, চাঁন মিয়া ও রনি, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দিপু আহমেদ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর চৌধুরী, বাউসা ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা ও সাহিত্য প্রকাশনা সম্পাদক শেখ মো. ফারছু, দিনারপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহিন আহমেদ, জাকারিয়া আহমেদ, মনসুর চৌধুরী, আরব আলী, রেদু চৌধুরী, দুলাল আহমেদ, আবুল আহমেদ জয়নাল, আলঙ্গির, শুভ প্রমুখ।

র‍্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে জাকির চৌধুরী বলেন, “হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে দলের হাইকম্যান্ড যাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন, পৌর ও উপজেলা যুবদল তার পক্ষেই কাজ করবে। প্রতিটি ওয়ার্ডে যুবদলের দুর্গ গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে শাহনুর চৌধুরী সোহান বলেন, “আমি হবিগঞ্জের রাজনীতির সাথে থেকেও নবীগঞ্জে বহু মামলার শিকার হয়েছি। নবীগঞ্জের রাজনীতিতে জাকির চৌধুরী কখনো আওয়ামী ফ্যাসিবাদীদের সঙ্গে আতাত করেননি, তিনি এসেছেন রাজপথ থেকে। এখনও আওয়ামী লীগের গুপ্তচর বাহিনী সক্রিয় রয়েছে। আজকের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুশিয়ার করে বলতে চাই— অতীতের মতো ভবিষ্যতেও যদি তারা নির্বাচনে বিঘ্ন ঘটাতে চায়, যুবদল তা প্রতিহত করবে।

 

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

সিলেট থেকে আরো পড়ুন