সিলেট

নবীগঞ্জ বিএনপি নেতা ছাবির আহমদের পদ ফিরিয়ে দিল দল

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ ২৩:২৬

স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবীগঞ্জ পৌর বিএনপির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ছাবির আহমদ চৌধুরীর প্রাথমিক সদস্যসহ সকল পদ সাময়িকভাবে স্থগিত করেছিল। তবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ২৮ অক্টোবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাবির আহমদের সব পদ স্থগিত করা হয়েছিল।

আজকের সিদ্ধান্তের মাধ্যমে দলীয় প্রক্রিয়া অনুযায়ী তার সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

 

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

সিলেট থেকে আরো পড়ুন