সিলেট

বানিয়াচং থেকে নিখোঁজ বৃদ্ধা মা, নবীগঞ্জে সন্তানদের আহাজারি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ১৮:২৪

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার আরিকুল নেছা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা মায়ের সন্ধানে পাগলের মতো খুঁজছেন তাঁর সন্তানরা। মা’কে ফিরে পেতে তারা বুধবার দিনভর নবীগঞ্জের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সাহায্যের আশায় নবীগঞ্জ প্রেসক্লাবে আসেন।

 

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টার দিকে আরিকুল নেছা বেগম হাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফেরেননি। বানিয়াচং বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৭টার দিকে তিনি নবীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশায় করে চলে যাচ্ছেন।

 

নিখোঁজ বৃদ্ধার ছেলে শাওন মিয়া জানান, তাঁর মা বানিয়াচং যাত্রাপাশা এলাকার আব্দুল হান্নান ওরফে সুমু মিয়ার স্ত্রী। বাড়িতে না ফেরায় তাঁরা আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেন।

 

নবীগঞ্জের সম্ভাব্য এলাকাগুলোতে খোঁজাখুঁজির পর না পেয়ে বুধবার বিকেলে ছেলে শাওন মিয়া ও মেয়ে তাসলিমা আক্তার নবীগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, “আমাদের মা’কে খুঁজে পেতে সাংবাদিকরা যদি সংবাদ প্রকাশ করেন, হয়তো কোনো সুহৃদয়বান মানুষ তাঁর সন্ধান দিতে পারেন।”

 

বৃদ্ধা আরিকুল নেছা বেগম নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল কালো বোরকা ও নীল ওড়না।

 

যদি কোনো ব্যক্তি তাঁর সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে বানিয়াচং থানা পুলিশ, নবীগঞ্জ প্রেসক্লাব, অথবা তাঁর ছেলে শাওন মিয়া (মোবাইল: ০১৩১২-৪৯৯১১২)– এই নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

সিলেট থেকে আরো পড়ুন