সিলেট

নবীগঞ্জে ২০ বালিহাস পাখি উদ্ধার করে অবমুক্ত, দুই শিকারির জরিমানা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ২০:৩১

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে শিকার করা ২০টি বালিহাস পাখি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার সকালে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম এবং হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর শেরপুর রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে সালামতপুর বাইপাস রোডের পাশে একটি ডোবার প্রাঙ্গণে বালিহাসগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

পাখি অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম, হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ বন বিভাগের আরও কয়েকজন কর্মকর্তা।

এসময় অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে নবীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে সজ্জাদ মিয়া এবং পৌর এলাকার চরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে জয়নাল মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ৩৮(২) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন,প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে পাখি শিকারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

সিলেট থেকে আরো পড়ুন