সিলেট

সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বিজি-২০১ ৫ ছেড়েছে  ঘন্টা পর

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ২১:২০

সাড়ে ৫ ঘন্টা পর লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটটি সিলেট থেকে ছেড়েগেছে

 

 সিলেট প্রতিনিধি : সাড়ে ৫ ঘন্টা পর লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটটি সিলেট থেকে ছেড়েগেছে। বিকেল ৪ টা ১০ মিনিটে বিকল্প উড়োজাহাজে করে ২৬২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর কিছুক্ষণ পরে দুর্ঘটনা কবলিত বিমানটিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও লন্ডনের ফ্লাইটটি দীর্ঘ হওয়ায় বিমানটিকে পর্যবেক্ষণ করা হবে।

সকাল সাড়ে দশটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।

বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ দুপুর আড়াইটায় যাত্রীদের নিয়ে ফ্লাইটের কথা থাকলেও শেষ পর্যন্ত বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট ছেড়ে যায়।

সিলেট থেকে আরো পড়ুন