রাজনীতি

জামায়াত এনসিপির মাধ্যমে এজেন্ডা বাস্তবায়ন করছে

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে রাশেদ খাঁন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ ১৪:০১

গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক রাশেদ খাঁন

বার্তা সিলেট ডেস্ক : গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক রাশেদ খাঁন সামাজিক যোগাযোগ মাধ‌্যমে দাবি করে বলেন,  জামায়াতে ইসলামী যা করতে পারে না, তা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে দিয়ে করায়। এনসিপির মধ্যে জামায়াত-শিবিরের যে নিয়োগ রয়েছে, তারা নাহিদ ইসলামদের উপর প্রভাব বিস্তার করে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার  নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। 

রাশেদ খাঁন লিখেন, ‘জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে ভোট একসঙ্গে নেওয়া সম্ভব-হ্যাঁ, কিন্তু জাতীয় নির্বাচনের আগে গণভোট নেওয়া উচিত নয়।’

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার সময় বিশেষজ্ঞরা একমত হয়েছিলেন যে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা যেতে পারে উল্লেখ করে তিনি লিখেন, ‘তখন শুধুমাত্র জামায়াত বাদে সকল দল একমত হয়। এমনকি এনসিপিও এটার পক্ষে অবস্থান নেয়। কিন্তু পরেদিন এনসিপি তার অবস্থান পরিবর্তন করে।’

এনসিপি ও জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া রয়েছে, যা এনসিপি গোপন রাখতে চায় বলে দাবি করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি লিখেন, ‘দুই দল যে আলাদা আলাদা অবস্থানে এবং নিজেদের মধ্যে সম্পর্ক নাই, এটি বোঝাতে এনসিপি জামায়াতের বিরুদ্ধে পিআর ইস্যুতে সমালোচনায় লিপ্ত হয়। কিছুদিন আগে, একটা অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে প্রশ্ন করে জামায়াত-এনসিপির সম্পর্কে ফাটল ধরলো, এটা কি আর্টিফিশিয়াল না সিরিয়াস? মূলত এনসিপির যেসকল নেতারা জামায়াত শিবির বিরোধী বক্তব্য দেয়, এটা বোঝাপড়ার ভিত্তিতেই। এটা রাজনৈতিক কৌশল।’

রাজনীতি থেকে আরো পড়ুন