সিলেটের জৈন্তা সীমানন্তে আটক ভারতীয় গরু ও মহিষ
সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তা সীমানন্তে ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বিজিবি। ওই এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় গরু ও মহিষ আটক করা হয়। সিলেটে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তরফে ৩০ অকক্টোবর বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও গোয়াবাড়ি বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় চারটি মহিষ ও দুইটি গরু আটক করা হয়। এসবের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া বুধবার (২৯ অক্টোবর) জৈন্তাপুর বিওপির একটি দল পৃথক অভিযানে আরও দুইটি ভারতীয় মহিষ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা। সব মিলিয়ে পৃথক অভিযানে ৮টি গরু ও মহিষের মোট মূল্য প্রায় ১৫ লাখ ৭০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন
