বাংলাদেশ

১ নভেম্বর থেকে শুরু ৮ মাসের জাটকা আহরণে নিষেধাজ্ঞা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ ১১:২১

সংগ্রহীত

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে আগামী ৮ মাসের জন্য জাটকা আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

এই সময়ে ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার)-এর কম দৈর্ঘ্যের সব ধরনের ইলিশ (জাটকা) ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে — মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুসারে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তদারকি অব্যাহত থাকবে।

এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হয়েছিল ‘ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫’, যেখানে প্রজননক্ষম ইলিশ রক্ষায় সারাদেশে অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগ জানিয়েছে, পটুয়াখালীসহ উপকূলীয় জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হবে। প্রজনন মৌসুমে মা ইলিশ ও অল্পবয়সী জাটকা রক্ষা করে ইলিশের উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা।

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

বাংলাদেশ থেকে আরো পড়ুন