নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইবোনদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে সকাল থেকে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন-রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন দা ও লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এসময় ফুরা মিয়া ও তার ভাই শাকিল বাধা দিতে গেলে তাদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত মনিরা বেগম নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বলেন, “বেলা পৌনে ১টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ফুরা মিয়া ও শাকিল মারা গেছেন।
ওসি আদিল মাহমুদ বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বার্তা সিলেট ডটকম / ইকবাল
বাংলাদেশ থেকে আরো পড়ুন
