সিলেট

নবীগঞ্জে মসজিদের ভেতর নৃ*শংস হা*মলা,  ছুরি*কাঘাতে যুবকের মৃ*ত্যু

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ ০৯:০৪

 

বার্তা সিলেট ডেস্ক : নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়নের বনগাঁও জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরি*কাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার পুত্র ইমরুল মিয়া (৪০) নামাজে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই গ্রামের আতিক মিয়ার পুত্র রোসেল মিয়া (২২) ধারালো একটি চাকু নিয়ে ইমরুলের ওপর হা*মলা চালায়। মুহূর্তেই  ইমরুল মিয়ার রক্তা*ক্ত দেহ মাটিতে লুটিয়ে পরে। উপস্থিত মুসল্লিরা গুরু*তর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এনিয়ে  এলাকায় উত্তে*জনা করছে। মসজিদের ভেতর নামাজরত মুসুল্লীকে চুুরি*কাঘাতে হ*ত্যার ঘটনা কেউই মেনে নিতে পারছেনা। এমন ভয়াবহতা এর  আগে কেউ কখনো দেখেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৃ*শংস খুনের ঘটনায় থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, ওই এলাকায় ইতিপূর্বে জাবেদ হত্যা*কাণ্ডের জের ধরেই নৃশংস  হত্যা*কাণ্ড হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন