বার্তা সিলেট ডেস্ক :
বার্তা সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বড়দল গ্রামে শাহ হাছন আলী ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব এবং আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. জিলাল উদ্দিন, বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওদুদ প্রমুখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজী আল বেরুনী এবং ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. তারিক মোশাররফ হোসেন। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ার অর্থায়নে অনুষ্ঠিত ফ্রি চক্ষুশিবিরের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহ হাছন আলী ট্রাস্টের পৃষ্ঠপোষক শাহ সাব্বির আলী। এ সময় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধ এবং চশমা প্রদান করা হয়। এ ছাড়া ৪০ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করার জন্য বাছাই করা হয়।
সিলেট থেকে আরো পড়ুন
