রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাহ সম্পন্ন।
বার্তা সিলেট ডেস্ক : নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসকে (৭০) দাহ করা হয়েছে।গতকাল দুপুরে উপজেলার বড় ভাকৈড় ইউনিয়নের সোনাপুর গ্রামে ওই দাহ সম্পন্ন হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকুশদল মরহুমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।বৃহস্পতিবার সন্ধায় বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসের অর্ধগলিত মরদেহ শৌলাগড় হাওর থেকে উদ্ধার করে পুলিশ।ওই দিন রাতেই ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে মরহুমের লাশ নিজ বাড়িতে পৌছে দেয় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাপুর গ্রামের মৃত রসময় দাসের পুত্র বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাস(৭০) গত
২২ অক্টোবর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। আত্নীয় স্বজন, পাড়া প্রতিবেশীসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে নবীগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করেন মুক্তিযোদ্ধার পুত্র পরিমল দাস। ওদিকে, বৃহস্পতিবার সন্ধায় উপজেলার চরগাঁও গ্রামের শৌলাগড় হাওরে একটি নিথর দেহ দেখতে পায় স্থানীয় লোকজন। কাছে গিয়ে দেখেন সোনাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নিখোঁজ মানিক লাল দাসের নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে এসআই সাদরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এঘটনাকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ হাওরে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসের লাশ হাওর থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত দেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে ঘটনার রহস্য উদঘাটন হবে।
সিলেট থেকে আরো পড়ুন