গাজা ব্যবসায়ী পরিমল বিশ্বাস
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পরিমল বিশ্বাস নামের এক গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পালের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল রবিবার দুপুরে জব্দকৃত গাঁজাসহ ধৃত আসামী পরিমলকে কোর্ট হাজাতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ লাল মোহন বিশ্বাসের পুত্র পরিমল বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করে। স্থানীয়দের দাবী ইনাতগঞ্জ ইউনিয়নকে মাদকের অভয়রাণ্য বানাতে তৎপর সংঘবদ্ধ চক্র। তাদের কবল থেকে যুবসমাজকে রক্ষার আহবান জানানো হয়।
সিলেট থেকে আরো পড়ুন