হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে আটক দালাল চক্র।
মীর দুলাল : হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে ৯ দালালকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৮ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রমিজ আলী রনি, কামাল শাহ, অসিত দাশ, সৌরব রায়, নিতু ঘোষ, আসাদুজ্জামান, আব্দুল খালেক, কাওসার মিয়া ও বিলু মিয়া। তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দীর্ঘদিন থেকে হাসপাতালটি দালালদের কাছে জিম্মি হয়ে আছে। স্টাফদের যোগসাজশে দালালরা এ কর্মকান্ড চালিয়ে আসছে বলে ভুক্তভোগীদের অভিযোগ । র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম দুপুরের দিকে সদর হাসপাতালে ও আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠানো হবে। হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মিয়া জানান, টাউট আইন অনুযায়ী ওই ৯ দালালকে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।’ র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বিয়ষটি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে এই দালালচক্র সদর হাসপাতাল থেকে সাধারণ রোগীদের মিথ্যা তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিক ভর্তির নামে হয়রানির অভিযোগ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। দালালদের কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত। তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন