জমি নিয়ে বিরোধ, যুবক নি*হত
বার্তা সিলেট ডেস্ক : গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০জন আহতের খবর পাওয়া গেছে। বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আলী ওরফে আল আমিন (৩০)। তিনি ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারে দোকানের পেছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নূর হোসেনের লোকজন। এতে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক করা হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ভূমি নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে ১ জন নিহত হয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন