হবিগঞ্জে র্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ঝলক গ্রেফতার।
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:১৫
মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহানুর বখত চৌধুরী ঝলক।
স্টাফ রিপোর্ট : হবিগঞ্জে শহরের ইনাতাবাদে র্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহানুর বখত চৌধুরী ঝলককে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯ সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ এর একটি বিশেষ আভিযানিক দল। বৃহস্পতিবার রাতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এর নির্দেশে ইনাতাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের ও বর্তমানে ইনাতাবাদ এলাকার বাসিন্দা মৃত সৈয়দ বখত চৌধুরীর পুত্র। র্যাবের সূত্র জানায়, ২০২১ সালের ১৬ এপ্রিল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ চুনারুঘাট থানা পুলিশ ঝলককে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করে। কারাভোগ করার পর ঝলক জামিনে বেরিয়ে আসে। সাক্ষি প্রমাণ শেষে আদালত তাকে নিষিদ্ধ ফেনসিডিল বিক্রির অভিযোগে ঝলককে ২ বছরের কারাদণ্ড দেন।
সিলেট থেকে আরো পড়ুন