সিলেট

নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার তৈরির অভিযোগে ইসরাত ফুডস বেকারীকে অর্থদন্ড

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ ১১:২৫

 

বার্তা সিলেট ডেস্ক :- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচলানা করে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের ভেজাল খাবার  তৈরির দায়ে এক বেকারীকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালদ সূত্র জানায়, বৃস্পতিবা নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ইসরাত ফুড নামের এক ভেজাল খাবার তৈরির কারখানায় দীর্দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের খাবার তৈরির বিস্তর অভিযোগ উঠে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় ইসরাত ফুড নামের বেকারিকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অভিযুক্ত করে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। স্থানীয় সূত্র জানায়, ইসরাত ফুড বেকারির মালিক মোঃ সুমন মিয়া এসব ভেজাল খাবার তৈরি করতে মেয়াদ উত্তীর্ণ ডালডা,ক্রিম, ত্র‍্যামোনিয়াম ও অস্বাস্থ্যকর কেমিক্যাল ও কালার এবং  মেয়াদ উর্ত্তীর্ণ তেল সহ ক্ষতিকারক উপাদান দিয়ে ভেজাল খাবার তৈরি করতেন। পাশাপাশি বিভিন্ন দোকানে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অতিরিক্ত দাম,মেয়াদ নেই,এমনকি মিষ্টির দোকানের পরিবেশ আরও ভয়াবহ অবস্থা থাকায় এসবের দিকে নজর দেয়ার জন্য অনুরোধ করেন। এই বিষয়ে সহকারী  কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, উপজেলার কোন অসাধু ব্যবসায়ী ভেজাল খাবার তৈরি করতে পারবে না।তাছাড়া মানুষের কল্যাণে এমন অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এই উপজেলাকে নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে সবসময় প্রশাসনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন