সিলেট

নবীগঞ্জে শিক্ষক লাঞ্চিতর অভিযোগ,স্মারকলিপি ও মানববন্ধন কর্মসুচী

জামায়াত নেতা শাহজাহান আলীর বিরোদ্ধে সাংবাদিক প্রেপ্তার ও মামলার নির্দেশনায় ক্ষোভ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ ১২:১৭

শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের নামে সভা

 

বার্তা সিলেট ডেস্ক : নবীগঞ্জে উপজেলার গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মারজানুজ্জামানকে লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের নামে এক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে হিরা মিয়া গালর্স উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন হিরা মিয়া গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ। তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মারজা নুজ্জামানকে প্রকাশ্যে গ্রাম্য শালিস বিচারে শতাধিক মানুষ ও শিক্ষার্থীদের সামনে লাঞ্চিত করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। এসময় ঘটনার সাথে জড়িত ব্যক্তি বর্গের বিরুদ্ধে তদন্ত পুর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে। এঘটনায় আগামী ৯ই নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শালিস বিচারে শিক্ষককে অপদস্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে ব্যর্থ হলে আগামী ১৩ নভেম্বর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়ে শহরে মানববন্ধনসহ কর্মসুচীর ঘোষনা দেয়া হয়। এছাড়াও শিক্ষায় বিশৃংখলা রোধ কল্পে এবং শিক্ষকদের প্রাপ্ত সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করণে উপজেলার সকল হাইস্কুল,কলেজ,মাদ্রাসা ও প্রাইমারী স্কুলের শিক্ষকদের নিয়ে ১৭ সদস্য বিশিষ্ট শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ গঠিত হয়েছে।যদিও এসময় অল্প কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকজন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। এনিয়ে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কোন কর্মসূচী নেয়নি।আয়োজিত সভায় হিরা মিয়া গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশকে সভাপতি ও তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদকে সদস্য সচিব করা হয়।ওদিকে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক লাঞ্চনার ঘটনায় আপলোড ছবি ও ভিডিও নিয়ে গত দুদিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। পরিস্থতি শান্ত রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম এবং নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামানসহ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গতকাল গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক লাঞ্চনার ঘটনার ছবি ও ভিডিও আপলোড দেয়ার কথিত অভিযোগে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদকে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং তার বিরোদ্ধে নিয়মিত মামলার নির্দেশনা দিনে হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য মোঃ শাহজাহান আলী।জামায়াত নেতার ঘোষণা সংবলিত ভিডিও দেখে সাংবাদিকরা হতবাক।এনিয়ে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সুষ্টি হয়েছে।সাংবাদিকদের প্রত্যশা জামায়াত নেতা শিক্ষক লাঞ্চনার বিষয়েও সরব হবেন। যারা শালিস বিচারের নামে দেশ গড়ার কারিগর শিক্ষককে লাঞ্চিত করল,তাদের বিরোদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিরোদ্ধে মামলার নির্দেশনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইবে সাংবাদিক এম এ আহমদ আজাদ বলেন,শিক্ষক লাঞ্চিত করার ঘটনায় কে বা কারা ফেসবুক ছবি ও ভিডিও আপলোড দিয়েছে সেটা আমার জানা নেই। আমার ফেসবুক আইডি থেকে আমি এঘটনায় কোন আপলোড দেইনি। তথাপি উদ্দেশ্যমূলক ভাবে একটি মহল আমাকে সামাজিক ভাবে হেয় করার ঘটনা এবং আমার বিরোদ্ধে আইনী পদক্ষেপের খবরে হতবাক হয়েছি। তিনি দৃঢ় ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসনিক তদন্তে সত্য উদঘাটিত হবে।

সিলেট থেকে আরো পড়ুন