নবীগঞ্জে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির
বার্তা সিলেট ডেস্ক : নবীগঞ্জে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শহরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পে বিভিন্ন গ্রামের শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলু তালুকদারের অর্থায়নে এবং উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সাহিদ হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখের পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে ৩৬ জন ছানিপড়া রোগীকে পরবর্তী অপারেশনের জন্য বাছাই করা হয়। ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম,সহ-সভাপতি মুরাদ আহমেদ, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিটু, সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, সার্কেল শিক্ষা সেবা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খান,সাংবাদিক মুজিবুর রহমান মুজিব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব সদস্য তালেব উদ্দিন ও প্রেসক্লাব সদস্য ও উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইকবাল হোসেন,সাগর আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা- সাইফুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান সজল,সদস্য ফয়ছল আহমেদ, রেদোয়ান চৌধুরী,কাওছার আহমদ, জাকারিয়া আহমেদ,সামাদুজ্জামান তারেক,সুয়েব আহমেদ, জাহেদুর রহমান ও রনি আহমেদ প্রমুখ। ওদিকে, আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলু তালুকদার বলেন, রেড ক্রিসেন্ট উপজেলার সকল সদস্য, হবিগঞ্জ থেকে আগত চিকিৎসকবৃন্দ এবং চিকিৎসা নিতে আসা রোগীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামাজিক কর্মকান্ডে সব সবসময় মানুষের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ।
সিলেট থেকে আরো পড়ুন