মৌলভী বাজারের আজাদ বখত উচ্চ বিদ্যালয়ে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ ০৮:০১
বার্তা সিলেট ডেস্ক : যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও সম্পূর্ণ অর্থায়নে অসহায়,দুঃস্থ ও শীতার্ত ছাত্রছাত্রীদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতের কঠিন দিনে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতেই এ উদ্যোগ নেয় ফাউন্ডেশনটি। সোমবার (১৭ নভেম্বর) আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি গোয়ালাবাজার শাখার এভিপি ও ব্যবস্থাপক জনাব এএসএম শামীম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন যমুনা ব্যাংক পিএলসি শেরপুর সাব-ব্রাঞ্চের এসইও ও ইনচার্জ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদ,শিক্ষক অনঙ্গ বাবুসহ অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন,শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। যমুনা ব্যাংক ফাউন্ডেশন এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। গ্রামীণ এলাকার অসহায় ছাত্র ছাত্রীদের জন্য এ সহায়তা সত্যিই সময়োপযোগী। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এএসএম শামীম চৌধুরী বলেন,যমুনা ব্যাংক শুধু আর্থিক সেবা নয়,সামাজিক দায়িত্ব পালনকেও সমান গুরুত্ব দেয়।শিক্ষার্থীদের মুখে হাসি দেখাই আমাদের অর্জন।কম্বল পেয়ে উপকারভোগী শিক্ষার্থীরা যমুনা ব্যাংক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেট থেকে আরো পড়ুন