সিলেট

সুনামগঞ্জ-২ জামায়াত প্রার্থী শিশির মনিরকে নিয়ে সমালোচনার ঝড়

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ১২:১৫

জামায়াত প্রার্থী ও সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির

 

বার্তা সিলেটে ডেস্ক : সুনামগঞ্জ-২ জামায়াত প্রার্থী শিশির মনিরকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে শিশির মনির ফেসবুকে লিখেন আমি যদি তারেক সাহেবের জায়গায় থাকতাম; কোনো কিছু তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম’। এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জামায়াত প্রার্থী ও সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির। তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মা খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে ‘সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তারেক রহমান নিজেই। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই দেশে ফিরতে পারছেন কিনাবিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা-কল্পনা চলছে। তার এই মন্তব্যের পর নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠে। পরে সমালোচনার মুখে স্ট্যাটাসটি মুছে দেন শিশির মনির। এর আগে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যায় জড়িতদের পক্ষে আইনজীবী হিসেবে শিশির মনিরের নাম আসার পর সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়। এছাড়া পূজামণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ মন্তব্য করেও তোপের মুখে পড়েন এই আইনজীবী। তার এই বক্তব্যের সমালোচনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীও।  ২০২৩ সালে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালনের পর বিদায় নেওয়ার পর আওয়ামী দোসর মো. আবদুল হামিদের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন শিশির মনির। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীর পক্ষে নির্বাচিত এমপিকে শুভেচ্ছাও জানিয়েছিলেন এই জামায়াত নেতা। একের পর এক বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডে সমালোচনা পিছু ছাড়ছে না জামায়াতের এই আইনজীবীর। সর্বশেষ তারেক রহমানকে নিয়ে মন্তব্য করে স্যোশাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন শিশির মনির।  আপনি দেশপ্রেমিক আবরার ফাহাদ হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন। জুলাই আন্দোলনে আপনার ভূমিকা সম্বলিত একটা প্রমাণ দেখাতে পারবেন? হাসান এমএইচ বলেন, জুলাই আন্দোলনে শিশির মনিরের প্রকাশ্য কোনো ভূমিকা দেখাতে পারলে কান কেটে দেব। এর আগেও শিশির মনির নানা ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে ও অবস্থান নিয়ে বিতর্কিত হয়েছিলেন। 

সিলেট থেকে আরো পড়ুন