সিলেটের ধলাই নদী ও আরেফিন টিলায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ,আটক ৮
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৮:১৫
অবৈধ বালু এবং পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ
বার্তা সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধ বালু এবং পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
সোমবার (৮ ডিসেম্বর) ভোর থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক এবং ৭ জনকে ৩ ও ১ জনকে ২ মাসের সাজা দেয়া হয়। ৩ মাসের সাজা প্রাপ্তরা হলেন,ইউসুফ,আমিন, মো. মানিক, তাজুল ইসলাম,জামাল হোসেন,জিয়া,সাচ্চু মিয়া, এবং জাকির হোসেনকে ২ মাসের সাজা দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানসহ একদল পুলিশ সদস্য।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান,বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে তাদেরকে আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সিলেট থেকে আরো পড়ুন