ঢাকার মোহাম্মদপুরে মা-মেয়ে খু’ন,ঝালকাঠি থেকে গৃহকর্মী গ্রে’প্তার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ ০৩:১২
মা ও মেয়েকে হ’ত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মীকে ঝালকাঠি থেকে গ্রে’প্তার
বার্তা সিলেট ডেস্ক : ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হ’ত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মীকে ঝালকাঠি থেকে গ্রে’প্তার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’
উল্লেখ্য,গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি ফ্ল্যাটে মা লায়লা ফিরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান গৃহকর্মী আয়েশা। সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলায় যান। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় ওইদিন দিবাগত রাতে নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় গৃহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আইন আদালত থেকে আরো পড়ুন
