আন্তর্জাতিক

১৬ই ডিসেম্বর নিয়ে মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে একটি পোস্ট

 

বার্তা সিলেট ডেস্ক :    ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি এতে এটাকে ‘ভারতের বিজয় দিবস’  হিসেবে উল্লেখ করেছেন। এর কোথাও বাংলাদেশের নাম উল্লেখ নেই। অথচ ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে টানা ৯ মাসের যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ।

যুদ্ধের শেষের দিকে সামরিক সহায়তা দেয় ভারত। এ নিয়ে নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, ‘বিজয় দিবসে আমরা স্মরণ করি সেই বীর সেনানীদের, যাদের সাহস, ত্যাগ ও আত্মবলিদানের মধ্যদিয়ে ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবের এক অমর অধ্যায় রচনা করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য এবং তাদের অতুলনীয় সাহসিকতাকে স্মরণ করিয়ে দেয়। সেই বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ভারতবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।’ বিস্ময়ের বিষয় হলো ৯ মাসের যুদ্ধে যে বাংলাদেশ স্বাধীন হলো তিনি একটিবারও তার নাম উল্লেখ করেননি।

এই যুদ্ধে বাংলাদেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানিরা। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। বিপুল সংখ্যক মানুষ দেশছাড়া হন। বাংলার মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করেন। তাদের সেই আত্ম উৎসর্গকে মোদির এক্স পোস্টে মোটেও উল্লেখ করা হয়নি।

তথ্য সূত্র : মানবজমিন

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন