বিনোদন

নতুন রূপে পর্দায় ফিরছেন শ্রদ্ধা কাপুর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ ১৬:২৮

সংগ্রহীত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার ফিরছেন সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে। ‘স্ত্রী ২’-এর পর দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে তিনি হাজির হচ্ছেন কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবনী অবলম্বনে নির্মিত নতুন ছবি ‘ঈথা’-তে। ছবিটি নির্মাণ করছেন পরিচালক লক্ষ্মণ উতেকর, প্রযোজনায় রয়েছে ম্যাডক ফিল্মস।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘ঈথা’ লেখা একটি ক্ল্যাপবোর্ডের ছবিই এখন বলিউডপ্রেমীদের মধ্যে কৌতূহল ছড়িয়েছে। যদিও এখনো নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে- চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করবেন বিখ্যাত জুটি অজয়–অতুল। তাদের উপস্থিতিতে ছবির সংগীতে থাকবে ঐতিহ্য ও আবেগের গভীরতা।ভিতাবাই নারায়ণগাঁওকর ছিলেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘তামাশা’-র অগ্রদূতদের একজন। সংগ্রামী জীবন ও শিল্পচর্চায় নিবেদিত এই নারীর কাহিনিই পর্দায় তুলে ধরবেন শ্রদ্ধা কাপুর। সমালোচকরা মনে করছেন, এই চরিত্রটি শ্রদ্ধার অভিনয়জীবনে নতুন এক অধ্যায় যোগ করবে।স্ত্রী ২’-এর পর ২০২৫ সালে শ্রদ্ধার এটি হতে যাচ্ছে প্রথম বড় প্রজেক্ট। যদিও গত এক বছরে তার কোনো নতুন ছবি মুক্তি পায়নি, তবুও ৯ কোটিরও বেশি সোশ্যাল মিডিয়া অনুসারীর কারণে তিনি রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে শ্রদ্ধার আবেগঘন বার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। এমনকি হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে এক নারীকে শ্রদ্ধার ‘স্ত্রী’ চরিত্রে সেজে দেখা যাওয়াও প্রমাণ করে- দর্শকের মনে আজও কতটা প্রভাবশালী এই অভিনেত্রী।

 

বার্তা সিলেট ডটকম / ইকবাল 

বিনোদন থেকে আরো পড়ুন