রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এখন ঢাকায়
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এ খবর নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিতে আজ রোববার ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এ খবর নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। অফিসিয়াল ভেরিফাইড পেজে শোয়েবের একটি ভিডিও পোস্ট করে ঢাকা ফ্র্যাঞ্চাইজি লিখেছে, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এখন ঢাকায়।’ ঢাকায় পা রাখার পর শোয়েবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সংস্থা রিমার্ক এইচবি। নতুন মৌসুমের প্রস্তুতির আগে শোয়েবের উপস্থিতি ঢাকার খেলোয়াড়দের উজ্জীবিত করবে। ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ উইকেট, ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট এবং ১৫ টি-টোয়েন্টিতে ১৯ উইকেট শিকার করেছেন ৫০ বছর বয়সী শোয়েব।
বিনোদন থেকে আরো পড়ুন
