ভারতে পলাতক শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী কথা বলা বন্ধের আহ্বান
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ ১৩:৪৯
বাংলাদেশের উদ্ধেগের কথা অবহিত করতে ভারতীয় দূতকে অনুরোধ জানানো হয়।
বার্তা সিলেট ডেস্ক : ভারতীয় দূতকে তলব করে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষড়যন্ত্র ও উস্কানী মূলক কথোপকথন বন্ধে বিহীত ব্যবস্থা গ্রহণে কুটনৈতিক বার্তা দেয়া হয়েছে। মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বুধবার ঢাকায় ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন। দিনের প্রথম ভাগে ভারতীয় উপহাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।কূটনৈতিক সূত্র জানায়,ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাঁকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেয়ার জন্য মঞ্চ করে দেয়া দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়। অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে নয়াদিল্লিকে বাংলাদেশের উদ্ধেগের কথা অবহিত করতে ভারতীয় দূতকে অনুরোধ জানানো হয়।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
