রাজনীতি

কফিনের পাশে বাংলাদেশ : চিরনিদ্রায় খালেদা জিয়া

প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬ ১১:৫১

ছবি সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : দেশবাসীর দোয়া ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয়তাবাদের বাতিঘর,সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩১ ডিসেম্বর শোকার্ত রাজধানীর শেরেবাংলা নগরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। দেশের আইকনিক রাষ্ট্রনায়কের জানাজায় অংশ নেন কোটি মানুষ। এযেন কফিনের পাশে পুরো বাংলাদেশ ।গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ কারাবাস এবং রাজনৈতিক নিগ্রহের পর এই বিদায় যেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত করল। রাষ্ট্রীয় শোকের প্রথম দিনে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ জানাজাস্থল হলেও লাখো মানুষের সারি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

জানাজার প্রথম সারিতে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রধান বিচারপতি,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডা: শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ। বিদেশী অতিথিদের মধ্যে ছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর,পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিক,ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ।

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ- চাকরিজীবী, শিক্ষার্থী, দোকানদার, রিকশাচালক থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত- জানাজার অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। নারী-পুরুষ নির্বিশেষে সবাই অশ্রুসজল চোখে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশেষত নারীরা,যাদের প্রধান জানাজাস্থলে প্রবেশাধিকার সীমিত ছিল, আশপাশের নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কফিনের পাশে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীন বাংলাদেশ তথা মুসিলম বিশ্বে এক মহাকাব্য রচিত হয় বেগম জিয়ার জানাজায়।

 

রাজনীতি থেকে আরো পড়ুন