সিলেট বিভাগে ৩৫ জনের মনোনয়পত্র বাতিল এবং ৫ জনের স্থগিত
বার্তা সিলেট ডেস্ক : সিলেট বিভাগে ৩৫ জনের মনোনয়পত্র বাতিল এবং ৫ জনের মনোনয়ন স্থগিত হয়েছে। বৈধ হয়েছে ১০৬ জন প্রার্থী। গতকাল শনিবার সিলেট বিভাগের ৪টি জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,সিলেট জেলায় ৪৭ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোয়নপত্র বাতিল হয়েছে। তথ্যে অসংগতি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। রোববার তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
দ্বৈত নাগরিক বিষয়ে কাগজপত্র যাচাই-বাছাইয়ে সিলেট-১ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী এহতেশামুল হক,সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মালেকের মনোনয়নপত্র স্থগিত হয়েছে। সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান সিলেট-৬ আসনে বিএনপির ফয়সল আহমদ চৌধুরী ও গণঅধিকার পরিষদের (জিওপি) জাহিদুর রহমানের কাগজপত্রে অসামঞ্জস্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় মনোনয়নপত্র স্থগিত হয়েছে।
সিলেট-২ আসনের নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পুত্র মো. আবরার ইলিয়াস ও মোহাম্মদ আব্দুস শহীদ,সিলেট-৩ আসনে মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকর,সিলেট-৬ আসনে মো. ফখরুল ইসলামের ভোট ১% এর সত্যতা নিশ্চিত করতে না পারায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া,সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদের হলফনামায় প্রস্তাব ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় এবং ঋণখেলাপি থাকায় সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে,ইলিয়াস আলীর স্ত্রী বিএনপির মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, যারা দ্বৈত নাগরিক ছিলেন এবং অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন,তাদের কাগজপত্র যাচাই বাছাই করে রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
সুনামগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ২৬ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে ৫টি আসনে মোট ৩৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ডিসির সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সম্মুখে এই ঘোষণা দেন।
সুনামগঞ্জ-১ আসনে নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার,বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থী হলেন-বিএনপির আনিসুল হক,কামরুজ্জামান কামরুল,জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান, ইসলামি আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরী।
সুনামগঞ্জ-২ আসনে প্রস্তাবকারী ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হয়েছেন,বিএনপি’র নাসির উদ্দিন চৌধুরী,তাহির রায়হান চৌধুরী,জামায়াতের মোহাম্মদ শিশির মনির,খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন,জমিয়তে ওলামায়ে ইসলামের মোহাম্মদ সোয়াইব আহমদ এবং সিপিবির নিরঞ্জন দাস।
সুনামগঞ্জ-৩ আসনে আয়কর বকেয়া থাকায় এবি পার্টির সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রস্তাবকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খানের ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন,বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ,জামায়াতে ইসলামীর ইয়াসিন খান,স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিসের শাহিনুর পাশা চৌধুরী ও খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ।
সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক,খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম ও এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির এডভোকেট নুরুল ইসলাম,জামায়াতে ইসলামীর এডভোকেট শামস উদ্দীন,স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন,বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আজিজুল হক এবং জাতীয় পার্টির নাজমুল হুদা এবং এবং ইসলামী আন্দোলনে মো. শহিদুল ইসলাম।সুনামগঞ্জের-৫ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে- জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. মোশাহীদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন-বিএনপির কলিম উদ্দিন মিলন,জামাতের আবু তাহির মো. আব্দুস সালাম,স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির, ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হক।
মৌলভীবাজার : জেলার ৪টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। এসময় তিনি ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।
মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন,মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) বিএনপি’র নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতের মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের লোকমান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টি’র আহেমদ রিয়াজ উদ্দিন, গণফ্রন্টের মো: শরিফুল ইসলাম ও গণঅধিকার পরিষদের মো: আব্দুন নুর।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বৈধ প্রার্থীরা হলেন,বিএনপি’র মো: শওকতুল ইসলাম, স্বতন্ত্র নওয়াব আলী আব্বাস খাঁন, জামায়াতের মো: সায়েদ আলী, ইসলামী আন্দোলনের মো: আব্দুল কুদ্দুছ, স্বতন্ত্র মো: ফজলুল হক খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী ও জাতীয় পার্টি’র মো: আব্দুল মালিক।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান, খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল, জামায়াতের মো: আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা লুৎফুর রহমান কামালী ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি’র জহর লাল দত্ত।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র হাজী মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শেখ নুরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি’র প্রীতম দাশ, জাতীয় পার্টি’র মোহাম্মদ জরিফ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মো: আবুল হাসান ও জামায়াতে ইসলামীর মো: আব্দুর রব।
এদিকে,মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের, একই আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো: ইলিয়াছ হোসেন। এছাড়াও
মৌলভীবাজার-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: জালাল উদ্দিন জিকু ও মুঈদ আশিক চিশতী নামে আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
হবিগঞ্জ : হবিগঞ্জের ৪টি আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। এতে বিএনপি,জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে এসব আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ হয়েছে ১৯ প্রার্থী। বাতিল হওয়া প্রার্থীরা হলেন,হবিগঞ্জ-১ আসনে জাসদ প্রার্থী সাংবাদিক কাজী তোফায়েল আহমেদ, হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমদ রুপক,বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী নোমান আহমদ সাদিক,বাসদ প্রার্থী লোকমান আহমদ, হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. শাহিনুর রহমান, হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মোকাম্মেল হোসেন, স্বতন্ত্র মো. মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রাশেদুল ইসলাম খোকন, বাংলাদেশ মুসলিম লীগ শাহ মো. আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন।
সিলেট থেকে আরো পড়ুন
