আন্ডারপাস নির্মাণের জন্য জনগণকে রাস্তায় নামতে হবেনা : ড. রেজা কিবরিয়া
নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক মানববন্ধনে ড. রেজা কিবরিয়া
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ০২:৪৬
বিশিষ্ট অর্থনীতিবিদ ও হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীনত প্রার্থী ড. রেজা কিবরিয়া
ষ্টাফ রিপোর্টার : বিশিষ্ট অর্থনীতিবিদ ও হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীনত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন,অতিগুরুত্বপূর্ণ ও যৌক্তিক দাবি নিয়ে জনগণকে রাস্তায় নামতে হবেনা।মহাসড়কে আন্ডারপাস প্রয়োজন। সিক্সলেন সম্পন্ন হলে মাহসড়কে পারাপার খুবই ঝুকিপূর্ণ হবেনা,অত্যন্ত কঠিন হবে। মহাসড়কের আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরী। নির্বাচনে বিজয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পর্যায়েই এটা নির্মাণের উদ্যোগ নেয়া হবে। মহাসড়কে একাধিক আন্ডারপাস প্রয়োজন। তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্বার মাগফিরাত কামনায় উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। শোকের আবহ শেষে কিছুদিনের মধ্যেই নির্বাচনী কাজ শুরু হবে। আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণায় সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি। গতকাল সকালে ঢাকা- সিলেট মহাসড়কের প্রবেশদ্ধারে আন্ডারপাস নির্মাণের দাবিতে অনুষ্ঠিত মানবনবন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসড়কের আউশকান্দি থেকে নিলাম বাজার কিবরিয়া রোডের সংযোগস্থল ও বাজারে প্রবেশদ্বারে একটি আন্ডারপাস নির্মাণের জন্য ১০টি গ্রামের আয়োজনে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন হাজী শানুর মিয়ার। বক্তব্য দেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, হবিগঞ্জ-১ নির্বাচনী এলাকায় জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান আলী,উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার,নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ্ সুলতান আহমেদ,ইউপি বিএনপির সভাপতি শাহ্ এবাদুর রহমান দ্বারা,আব্দুল হামিদ নিকছন,দুদু মিয়া চৌধুরী,সাংবাদিক এম,মুজিবুর রহমান,আব্দুল কাইয়ূম,হাফেজ ক্বারী আরজু মিয়া,আবুল খযের,রুহেল মিয়া,আরশ মিয়া,এনামুল মিয়া,আব্দুল বাহার,আজিজুল ইসলাম,শিল্পী খালেদ আহমদ,অজয় সুত্রধর,কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ৷ এলাকাবাসীর পাশাপাশি সহস্রাধিক ছাত্র জনতা মানববন্ধনে অংশ গ্রহন করেন৷ আন্দোলনকারীরা বলেন,আউশকান্দি বাজারে একাধিক স্কুল,কলেজ ও মাদ্রসা,ব্যাংক,বীমা অফিস অবস্থিত। বিপুল সংখ্যক শিক্ষার্থী উক্ত বিশ্বরোড সংলগ্ন সড়ক পারাপারের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। দ্রতগতির যানবাহনের কারণে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে এই স্থানটি। বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের জন্য এই সড়ক পাড়াপার অত্যন্ত বিপদজনক হয়ে উঠেছে। গত কয়েক বছর এই সড়ক পারাপারের স্থানে সংঘটিত দূর্ঘটনায় অন্তুত ১২ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরো বহু মানুষ আহত হয়েছে। অনেক কৃষকের গবাদি পশুও মারা গেছে৷ ঢাকা-সিলেট ৪ লেন প্রস্তাবিত ( ৬ লেন) মহা সড়ক উন্নয় প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক পারাপারে উক্ত অংশে অত্যধিক পরিমাণে সড়ক দূর্ঘটনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থানে একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরী।
সিলেট থেকে আরো পড়ুন
