প্রেস বিজ্ঞপিতে বিষয়টি জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২।
বার্তা সিলেট ডেস্ক : জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার সিলেটের বিভিন্ন এলাকায় বেশ কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সোমবার পৃথক প্রেস বিজ্ঞপিতে বিষয়টি জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনী, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা, হাউজিং স্টেট ফরিদাবাদ আ/এ এবং ৩৩/১১ লাক্কাতুড়া ফিডারের বাদাম বাগিচা, বড় বাজার, চৌকিদেখী, আনারমিয়ার গলি, সৈয়দ মূগনী, ইলাশকান্দি, উদয়ন, পাহাড়ীকা, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুস সালাম মাদ্রাসা, দবির মিয়ার গলি, ইসরাইল মিয়ার গলি, শেভরন, লাকড়ীতোল, মুসলিম পাড়া, লাক্কাতুড়া চা-বাগান, বাঁশবাড়ি গলি, রংধনু, সিলসিলা গলি, আঙ্গুর মিয়ার গলি, রূপসা গলি, মোল্লাপাড়া গলি, আখড়া গলি, বনশ্রী আ/এ, মজুমদারী ও তৎসংলগ্ন এলাকা।
এদিকে বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন েেসানারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া, ও আশপাশ এলাকা এবং এদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতাধীন কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে দ্রত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
সিলেট থেকে আরো পড়ুন
