শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল
সিলেট প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনকে সুষ্ঠু,শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আই.আই.সিটি ভবনে শাকসু নির্বাচনী কার্যালয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস। এসময় উপস্থিত ছিলেন,অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ।তফসিল অনুযায়ী,২০ নভেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। ২৪ ও ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ। ২৫ ও ২৬ নভেম্বর একই সময় পর্যন্ত মনোনয়নপত্র দখিল। যাচাই-বাছাই সম্পন্ন করা হবে ২৭ নভেম্বর। ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর বেলা সাড়ে ৩টা। ১ লা ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করে ২রা ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ঐদিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষিত হবে।
সিলেট থেকে আরো পড়ুন
