রাজনীতি

জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিয়ে জামায়াত আমীরের কড়া বার্তা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ ০৫:২৯

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

 

 বার্তা সিলেট ডেস্ক :  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংষদ  নির্বাচনে ভোটাধিকার হাইজাকের সকল চেষ্টা প্রতিহত করা হবে। কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন। মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হবো ইনশাল্লাহ।  মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে এসব বলেন তিনি। তিনি বলেন,যুবকদের ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক তা আমরা বরদাস্ত করবো না। যুবকেরা তোমাদের ভোট তোমরা দিবা। আমরা তোমাদের পাশে থেকে লড়াই করবো। তোমাদের সাহস দেব এবং শক্তি দেব। কোনো ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর যেন দুঃসাহস না দেখায়। এখন থেকে সেভাবে যুবকদের থাকতে হবে। তরুণ যুবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও। আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার। কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়ে যাব ইনশাল্লাহ।

 

রাজনীতি থেকে আরো পড়ুন